সংবাদ প্রকাশের পর নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar সংবাদ প্রকাশের পর নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৪
সংবাদ প্রকাশের পর নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
নাটোর জেলা সংবাদদাতাঃ

সংবাদ প্রকাশের পর নাটোরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

লাইসেন্স ছাড়া ইট পোড়ানো এবং কাঠ ব্যবহার করার অভিযোগে এজিআর ব্রিকস কে ৩ লাখ টাকা, এজিএম ব্রিকস ও এজিএস ব্রিকস কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, অবৈধ ইটভাটার তালিকা তৈরি করা হচ্ছে এবং শিগগিরই আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানটি যৌথভাবে পরিচালিত হয়েছিল, যাতে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন। প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।