নাটোরে ট্রেনে আগুন আতন্ক লাফিয়ে পড়ে ১ নারী আহত | Daily Chandni Bazar নাটোরে ট্রেনে আগুন আতন্ক লাফিয়ে পড়ে ১ নারী আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৩
নাটোরে ট্রেনে আগুন আতন্ক লাফিয়ে পড়ে ১ নারী আহত
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে ট্রেনে আগুন আতন্ক লাফিয়ে পড়ে ১ নারী আহত

নাটোরের লালপুরে আজিমনগর স্টেশনের আগে মহিষাখোলা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেনটির ব্রেক জ্যাম হয়ে এই আগুনের সূত্রপাত বলে জানা যায়। 
শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি ২০-২৫ মিনিট সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। 
ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতন্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক নারী ট্রেন থেকে লাফ দিলে সে গুরুতর আহত হন। 
আজিমনগর স্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯.৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসার পর ট্রেনটি পুনরায় রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে।