কাজিপুরে নদীর বুকে জেগে ওঠা চর দখল করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার | Daily Chandni Bazar কাজিপুরে নদীর বুকে জেগে ওঠা চর দখল করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৪
কাজিপুরে নদীর বুকে জেগে ওঠা চর দখল করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার
আবু তৈয়ব সুজয়, কাজিপুর, সিরাজগঞ্জঃ

কাজিপুরে নদীর বুকে জেগে ওঠা চর দখল করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার

লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে মাছ শিকার করছে কতিপয় অসাধু চক্র। ছবি- সংবাদদাতা

কাজিপুরে যমুনা নদী দখল, কোটি টাকার মৎস্যসম্পদ হুমকিতে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর বুকে জেগে ওঠা বালুচরের ফাঁকে তৈরি হওয়া কোল-কাছারে মাছ আহরণকে কেন্দ্র করে প্রভাবশালীদের দখলদারিত্বের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দখলদারেরা নদীর কোল এলাকাগুলোতে ঝাণ্ডা উড়িয়ে সীমানা নির্ধারণ করে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ অবস্থায় স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার শুভগাছা, তেকানি, এবং নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে যমুনার প্রায় ৫-৬ কিলোমিটার জুড়ে বিশাল জলাধার তৈরি হয়েছে। জলাধারে আটকা পড়েছে রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাস, চিতলসহ নানা প্রজাতির মা মাছ। প্রভাবশালীরা অবৈধ গুল্লিজাল ব্যবহার করে মাছ শিকার করছে বলে জানা গেছে।

নদীতে মাছ ধরতে যাওয়া স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেন, ঝাণ্ডা লাগানো এলাকায় গেলে তাদের গালিগালাজ, মারধর এমনকি নৌকা জব্দ করা হয়। মাছ শিকার করতে না পারায় তাদের পরিবারে দুর্ভোগ নেমে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিও উদাসীন।

কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, "এটি সম্পূর্ণ অবৈধ। আমরা দ্রুত ব্যবস্থা নেব।" উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক জানান, "বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

স্থানীয় সচেতন মহল মনে করছে, মা মাছ নিধনের এমন অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।