জয়পুরহাট শহরে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার | Daily Chandni Bazar জয়পুরহাট শহরে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:০৯
জয়পুরহাট শহরে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাট শহরে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার সকালে শহরের বাটারমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারার।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করতেন। সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে জয়পুরহাটের বাটারমোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।