গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় ও কাটাবাড়ি ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে ও সকালে এ দূর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ২টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় রংপুরমুখী বেপরোয়া গতির একটি ট্রাক অজ্ঞাত (৪০) এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পরে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
অপরদিকে, রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সড়ক পারাপারের সময় দিনাজপুরমুখী একটি ট্রাক চাপা দিলে লুকাস মুরমু (৩০) নামের এক আদিবাসী ঘটনাস্থলেই মারা যায়। নিহত লুকাস মুরমু উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু'র ছেলে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘন কুয়াশার কারনে সড়ক পারাপারের সময় দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে লুকাস মুরমু’র মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুর্ঘটনায় নিহত নারীর মাথা পিষ্ট হওয়ার কারনে তার পরিচয় সনাক্ত করা যায়নি। অজ্ঞাত নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ায় রানা পাইকার হত্যা মামলার প্রধান আসামী মজিদ গ্রেফতার
বগুড়া জেলার সদর থানাধীন চাঞ্চল্যকর রানা পাইকাড়কে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী মোঃ মজিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামী বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত মংলা ফকির এর পুত্র , সে দীর্ঘদিন পলাতক থাকার পর নন্দীগ্রাম থানাধীন দেওগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।। র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় রোববার বিাগত রাত ০২.৪০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর (ইন্টঃ উইং) এর সহায়তায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল বগুড়া জেলার নন্দীগ্রাম থানাথীন দেওগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য গত ৫ই আগষ্ট সরকার পতনের দিনে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বেআইনি জনতা দলবদ্ধ হইয়া গুরুতর জখম করতঃ চাঞ্চল্যকর রানা পাইকাড়কে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়।