বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবীব সায়েমের (২০) বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সায়েমের পরিবার চরম আতঙ্কে রয়েছে।
ঘটনার বিবরণ
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সায়েমের বাড়ির দেয়ালে কালো রঙে এ হুমকির বার্তা লিখে রেখে যায়। সায়েমের ভাবি প্রথমে লেখাটি দেখে তাকে জানান।
সায়েম বলেন,
"রাতের কোনো একসময় এই বার্তা লেখা হয়। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত। ফ্যাসিস্ট সরকারের দোসররা ষড়যন্ত্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং সন্ধ্যায় থানায় একটি জিডি করব।"
প্রতিবাদ ও প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন,
"যারা দেশের জন্য লড়াই করছেন, তাদের বাড়িতে এমন হুমকি অত্যন্ত নিন্দনীয়। সায়েমকে আইনগত পদক্ষেপ নিতে বলেছি।"
আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন,
"ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। রহস্য উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে।"
সায়েমের ভূমিকা ও পরিস্থিতি
সায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দাবি, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তাকে টার্গেট করা হচ্ছে।
পরবর্তী পদক্ষেপ
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সায়েম এবং তার সংগঠনের নেতারা। পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে এবং সায়েমের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের ওপর নির্ভর করছে সবার দৃষ্টি।