ঘোড়াঘাটে সন্তানকে অপহরণের দায়ে বাবা গ্রেফতার | Daily Chandni Bazar ঘোড়াঘাটে সন্তানকে অপহরণের দায়ে বাবা গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৩
ঘোড়াঘাটে সন্তানকে অপহরণের দায়ে বাবা গ্রেফতার
আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

ঘোড়াঘাটে সন্তানকে অপহরণের দায়ে বাবা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে চার বছরের শিশু রাফিনকে অপহরণের অভিযোগে তার বাবা আব্দুল্লাহ আল এলিন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাবলি খাতুন (২৩) স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে রাফিনকে জেলার বিরামপুরে দাদা-দাদির বাড়ি থেকে উদ্ধার করেছে।

ঘটনার বিবরণ

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাবলি খাতুন থানায় অভিযোগ করেন, তার সন্তান রাফিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার দিন, সন্তানটি নানির বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে শিশুর বাবা এলিনকে আটক করা হয়। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে, তিনি রাফিনকে নিয়ে গিয়ে তার দাদা-দাদির বাড়িতে লুকিয়ে রেখেছেন। পুলিশ রাতেই বিরামপুর পৌরশহরের থানাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

পূর্বপটভূমি

বাবলি খাতুন ও আব্দুল্লাহ আল এলিনের বিয়ে হয় ছয় বছর আগে। বিয়ের পর বাবলি জানতে পারেন যে, তার স্বামী এর আগে আরেকটি বিয়ে করেছিলেন এবং ওই পক্ষের একটি সন্তানও রয়েছে। বিষয়টি গোপন করায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

এরপর থেকে বাবলির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। বাবলি একপর্যায়ে সন্তানসহ তার মায়ের বাড়িতে ফিরে যান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। এলিন প্রায়ই তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং হুমকি দেন।

মামলা ও আইনি পদক্ষেপ

ওসি নাজমুল হক জানান, শিশুটিকে উদ্ধার করার পর বাবলি খাতুন একটি অপহরণ মামলা করেন। এতে স্বামী আব্দুল্লাহ আল এলিনকে গ্রেফতার দেখানো হয়। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

সন্তান উদ্ধারে পুলিশের সফলতা

ওসি বলেন,
"অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করেছি। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিশুটির মাকে সান্ত্বনা দিতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে।