মহিপুরে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই | Daily Chandni Bazar মহিপুরে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৯
মহিপুরে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

মহিপুরে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

পটুয়াখালীর কলাপাড়ায় দিন মজুর ইব্রাহিম মুসল্লীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চোখের সামনে আগুনের লেলিহান শিখায় নিমিষেই পুড়ে যায় তার সাজানো গোছান স্বপ্ন।
 
 সোমবার রাত ২ টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার লাতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা চুলার আগুন থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের একটি টিম আগুন অনেকটা নিভে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌছঁছে বলে জানা গেছে।
 
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ইব্রাহিম জানান, ঘরসহ আসবাব পত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি।