দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দৃর্ঘটনায় ড্রাইভার নিহত হেলপার গুরুতর আহত হয়েছে। (২৫ ডিসেম্বর) বুধবার ভোর ৫ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী আলিয়া ফুট এন্ড বেভারেজ সামনে এ দৃর্ঘটনা ঘটে।
ঘোড়ঘাট থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে পঞ্চগর বোদা থেকে ছেড়ে আসা বগুড়া-শেরপুর গামী একটি ধান বোঝায় ট্রাক ঢাকা মেট্রো-ট-১৩৪২৫৪ ট্রাক দিনাজপুর গোবিন্দগঞ্জ উপজেলার কশিগাড়ী আলিয়া ফুট এন্ড বেভারেজ সামনে দাড়িয়ে থাকা পাথর বোঝায় ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ধান বোঝায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হয় ও হেলপার গুরুতর আহত হয়। আহত হেলপারকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হলে প্রথমিক চিকিৎসার দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত ট্রাক চালক হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরের ইসমাইল হোসেন (৬০) ও আহত হেলপার একই উপজেলার ধুনট উপজেলা বেরইবাড়ী গ্রামের মৃতু মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫) ঘোড়াঘাট ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাজমুল হক বলেন দৃর্ঘটনার পর দাাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।