পাঁচবিবিতে বড়দিন পালিত | Daily Chandni Bazar পাঁচবিবিতে বড়দিন পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৯
পাঁচবিবিতে বড়দিন পালিত
উপজেলা সংবাদদাতা, পাঁচবিবি, জয়পুরহাটঃ

পাঁচবিবিতে বড়দিন পালিত

বড়দিন, খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি খ্রিস্টীয়দের বড় উৎসব। উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা চার্চ্চেস অব গড মিশনে বাবুলাল টুডু, রেনুকা মার্ডি, শমূয়েল হেমব্রম এর পরিচলনায়, প্রার্থনা, বাইবেল পাঠ, বিভিন্ন আচার অনুষ্ঠান, পিঠা বিতরণ, প্রীতিভোজ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুভ বড় দিন পালন হয়েছে। পাঁচবিবি উপজেলায় ৬৯টি চার্চে বড়দিন উদযাপন হচ্ছে।