রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২১:২৫
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
সংবাদ বিজ্ঞপ্তিঃ

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের ফলাফল:
১. সাহেব বাজার এলাকায় রাজশাহী মিষ্টান্ন ভান্ডার-এর বিরুদ্ধে গুণগত মানসনদ গ্রহণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, এবং দই পণ্যের মোড়কবিহীন বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
২. নওদাপাড়া বাজারে অবস্থিত ফ্লিটবাই সুপারশপ-কে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটি সানলাইট কেমিক্যাল কোং-এর গুণগত মানসনদবিহীন ‘লিকুইড হ্যান্ডওয়াশ’ এবং ‘লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রি করছিল।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব:
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অয়ন ফারহান শামস অভিযানের নেতৃত্ব দেন। বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং-এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত:
বিএসটিআই জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং মানহীন পণ্য বিক্রয় রোধে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।