বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন | Daily Chandni Bazar বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৫২
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে বুধবার বড়দিন এর কেক কাটেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। ছবি - চাঁদনী বাজার

বগুড়ায় যথাযথ মর্যাদায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার শহরের গোহাইল রোডস্থ উপসানালয়ে প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা, কেক কাটা ও কীর্তন অনুষ্ঠিত হয়। বড়দিন উপলক্ষে কেক কর্তন করেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এরপর বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার বলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বগুড়ায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করে। এ উপলক্ষে তারা গির্জাগুলোকে সাজিয়েছে নতুন আঙ্গিকে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সব সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এ ছাড়াও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, অন্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে এবং সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর  রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈন উদ্দিন, এ্যাড. বার্নাড তমাল মন্ডল, অর্পনা প্রামানিক, মাইকেল আশের বেসরা, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, রোনাল্ড প্রামানিক, টোনাম সরকারসহ প্রমুখ। বগুড়া জেলা পুলিশ প্রশাসন ও আকবরিয়া লিমিটেড্ বড়দিন এর কেক ও শিশুদের জন্য চকলেট প্রদান করেন। ধর্মীয় আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা ও সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস। চার্চ প্রাঙ্গন ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।