নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২১:৫৭
নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

বন্ধ হয়ে যাওয়া উত্তরবঙ্গের পার্বতীপুর - রাজশাহীগামী জনপ্রিয় রেল ট্রেন "উত্তরা এক্সপ্রেস "পুনরায় চালুর দাবিতে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা"নলডাঙ্গা উন্নয়ন ফোরাম" এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অবস্থিত মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়া। 
প্রধান বক্তা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াত মাধ্যম। নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলার উপর দিয়ে ৬ টি রেলওয়ে স্টেশন অবস্থিত। এই স্টেশনগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পণ্য, তরিতরকারি সহ অসংখ্য যাত্রীসাধারণ স্বল্প ব্যয়ে চলাচল ও পন্য সরবরাহ করতে পারে। তাছাড়া পণ্য বুকিং এ সরকারের রাজস্ব আয়ের মাধ্যম এই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। সরকার একদিকে যেমন রাজস্ব বঞ্চিত হয়েছে অপরদিকে জনসাধারন বিকল্প যানবহনে যাতায়াতে দ্বিগুণ ভাড়া দিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে।  বিগত সরকার প্রায় দুবছর যাবত এই জনগুরুত্বপূর্ণ ট্রেন চলাচল বন্ধ করে এ অঞ্চলের রেলখাত হতে সরকারের রাজস্ব আয়ের পথও বন্ধ করে দিয়েছে। 
তিনি রেলওয়ে ডিজিসহ, আঞ্চলিক পরিচালক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন, আগামী ১ জানুয়ারির মধ্যে "উত্তরা এক্সপ্রেস " ট্রেন পুনরায় চালু না করা হলে  উত্তরবঙ্গের পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। অবিলম্বে জনসাধারণের এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোরালো দাবি করেছেন নলডাঙ্গা উন্নয়ন ফোরামের ব্যানারে সর্বস্তরের জনসাধারণ।