বগুড়ায় কারাগারে অসুস্থ আ’লীগ নেতা ও সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর | Daily Chandni Bazar বগুড়ায় কারাগারে অসুস্থ আ’লীগ নেতা ও সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪ ২২:১১
বগুড়ায় কারাগারে অসুস্থ আ’লীগ নেতা ও সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কারাগারে অসুস্থ আ’লীগ নেতা ও সাবেক এমপি রিপুকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। -ফাইল ছবি

বগুড়া কারাগারে অসুস্থ আওয়ামীলীগ  নেতা ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ। 
 
জেল সুপার ফারুক আহমেদ জানান, কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর ৯ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
 
উল্লেখ্য  গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল এই আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে। পরের দিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার নামে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা অগ্নিসংযোগ সহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।