গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক | Daily Chandni Bazar গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২২:২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক
গাইবান্ধা সংবাদদাতাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩১ বোতল ফেনসিডিল ও ৪.৫ কেজি গাঁজাসহ কথিত সোর্স আব্দুল কাদেরের স্ত্রী গোলাপী বেগমকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া শিববাড়ী এলাকায় অভিযান চালিয়ে গোলাপী বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী আব্দুল কাদের পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায়। এসময় গোলাপী বেগম কৌশলে একটি ব্যাগে ১০ বোতল ফেনসিডিল নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিতে রান্নাঘরের মেঝের নিচে গোপন চেম্বার থেকে ২১ বোতল ফেনসিডিল এবং শোবার ঘরের খাটের নিচ থেকে ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের পর আবু নায়েম মো. কাজী নুরুন্নবী বাদী হয়ে গোলাপী বেগম এবং পলাতক আব্দুল কাদেরকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

অভিযানে অংশগ্রহণকারী টিমের সদস্যরা:
অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জামান। এছাড়াও অভিযানে অংশ নেন সিপাহী সাব্বির হোসেন, সুমন খান, খোকন মিয়া, মাহফুজার রহমান, মিজানুর রহমান, আখতারুজ্জামান এবং গাড়ি চালক বেলাল হোসেন।

প্রতিবেদন:
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আবু নায়েম মো. কাজী নুরুন্নবী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃত গোলাপী বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আব্দুল কাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই অভিযানের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয়তা ও কঠোর মনোভাবের একটি চিত্র ফুটে উঠেছে।