বগুড়ায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২২:৩০
বগুড়ায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

পদোন্নতি, পদায়ানসহ বেশ কিচু দাবিতে বৃহস্পতিবার বগুড়ার শহরের রহমান নগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বগুড়া আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি- বিজ্ঞপ্তির ২৬-১২-২০২৪।

বগুড়ায় পদোন্নতি ও পদায়নসহ বেশ কিছু দাবিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের রহমান নগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডার বগুড়া জেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন:

শাজাহানপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান

সারিয়াকান্দি উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ তারেক আব্দুল্লাহ

সোনাতলা উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শরিফা নুসরাত

বগুড়া সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সামিনা খাতুন

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সালমা আক্তার

কর্মকর্তাদের বক্তব্য:
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডারদের যথাযথ পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অভিযোগ, সাধারণ ক্যাডাররা টেকনিক্যাল ক্যাডারদের উপর খবরদারি করছে। অথচ নিয়ম অনুযায়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত টেকনিক্যাল ক্যাডারদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়ার কথা।

কর্মকর্তারা আরও জানান, অন্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরতদের পদোন্নতি দেয়া হলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টেকনিক্যাল ক্যাডাররা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশনা মেনে কাজ করেও তারা বৈষম্যের শিকার।

দাবি:

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টেকনিক্যাল ক্যাডারদের যথাযথ পদোন্নতি নিশ্চিত করা।

প্রশাসন ক্যাডার ছাড়া অন্য সব ক্যাডারের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করা।

কর্মকর্তারা দাবি করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও টেকনিক্যাল ক্যাডারদের প্রতি এই বৈষম্য চলমান রয়েছে। তারা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই বৈষম্য নিরসনের আহ্বান জানান। - খবর বিজ্ঞপ্তির