জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন | Daily Chandni Bazar জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২২:৫১
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

জয়পুরহাটে তেঘর  উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের  প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে  বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত  পুলিশ সুপার কে এম এ  মামুন খান চিশতি , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তৃপ্তি কণা মন্ডল,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,  তেঘর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মুত্তালেব মন্ডল, শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল প্রমুখ।

দিনব্যাপী এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনসহ একাধিক ব্যান্ড সংগীত দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে  । এছাড়া বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবে ।