বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত | Daily Chandni Bazar বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২৩:২১
বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত
উপজেলা সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুরঃ

বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে মহাসড়কের মির্জাপুর মোড়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম রব্বানী (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে, বিরামপুর পৌরশহরের ঘোড়াঘাট রেলঘুমটির মহাসড়কের মির্জাপুর মোড়ে।

ঘটনার বিবরণ:
দিনাজপুর থেকে কাগজের পুরাতন কার্টুন নিয়ে একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কার্টুনবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার পারভেজ রব্বানীকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয়:
নিহত গোলাম রব্বানী জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশের বক্তব্য:
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।