পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী | Daily Chandni Bazar পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ২৩:৪১
পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ

পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "সচিবালয়ে আগুন লাগানোর ঘটনা ছিল একটি ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য ছিল পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করা।" তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের একজন মূখ্য সচিব বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং সেসব নথি আগুনে পুড়ে গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, "এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "এধরনের নাশকতাকারী ও ষড়যন্ত্রকারীরা এখনও সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে।"

রিজভী বলেন, "স্বৈরাচারের দোসররা নানা চক্রান্ত করছে এবং তাদের কর্মকাণ্ড দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য বিপদজনক।" তিনি সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগের কথাও উল্লেখ করেন, যা বর্তমানে তদন্তাধীন। "এ ধরনের ঘটনা চাপা দেওয়ার জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে," বলেন রিজভী।

এছাড়া তিনি ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "তার পরিবারকে সহায়তা প্রদান করতে হবে এবং নয়নের বোন সীমা আকতারকে চাকরি দেওয়া উচিত।" তিনি সরকারের কাছে এই আহ্বান জানান।

এর আগে রিজভী, মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে গিয়ে ফায়ার ফাইটার নয়নের বাড়িতে উপস্থিত হন এবং তার কবর জিয়ারত করেন।