রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে দুস্থদের মাঝে ২য় দফা শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে দুস্থদের মাঝে ২য় দফা শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:১৮
রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে দুস্থদের মাঝে ২য় দফা শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে দুস্থদের মাঝে ২য় দফা শীতবস্ত্র বিতরণ

শনিবার সকালে মামদুদুর রহমান হল, রোটারী ভেন্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে প্রায় ৮ শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। - ছবি বিজ্ঞপ্তির, ২৮-১২-২০২৪ খ্রিঃ

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে প্রায় ৮ শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অদ্য শনিবার সকালে মামদুদুর রহমান হল, জামিল শপিং সেন্টারের রোটারী ভেন্যুতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনির পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা. সাজেদুল বারী লিখন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. লুৎফর রহমান নিরো, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোরশিদা খাতুন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, রোটা. মো. রেজাউল হক বুলু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মো. রেজাউল হক, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট রোটা. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. এম এম রুবেল তালুকদার, ডাইরেক্টর রোটা. মো. সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটা. কামাল ইনেনু টিংকু, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. রফিকুল ইসলাম রফিক, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. সেহেলী আকতার সালমা, রোটা. মো. শফিউর রহমান মিলন, রোটা. চন্দন কুমার রায়, রোটা. আখতারুল ইসলাম আখতার, রোটা. মো. শফিকুল ইসলাম শফিক, রোটা. মো. আবু রেজা আল মামুন, রোটা. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, প্রায় ৮ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, পুরুষ চাদর ও মহিলা চাদর এবং শিশুদের জন্য হুডি বিতরণ করা হয়।