উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়া:
বগুড়ার ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জিসান (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ধুনট থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জিসান এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি কুমারখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা:
হামলায় আহত হন রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম ইদ্রিসের ছেলে ও ধুনট উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন (৪১), তার চাচা আব্দুল কাদের (৫৫) ও ছেলে রত্ন (১৬)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ:
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপি নেতা মুরাদ হোসেন তার পরিবারসহ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় রাঙ্গামাটি গ্রামের আওয়ামী লীগ নেতা শামছুল হকের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রসহ মুরাদ হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা চারটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ভাংচুর করে এবং বাধা দিতে গেলে মুরাদ হোসেন, তার চাচা আব্দুল কাদের ও ছেলে রত্নকে কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলাকারীরা মুরাদ হোসেনের বাড়ি থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”