আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত | Daily Chandni Bazar আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:৩১
আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চোরেরা অফিস-ভান্ডার ঘরের তালা কেটে ঘরের ভিতরে আলমারী ভেঙ্গে সোনার টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্র সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজা অর্চনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা মনের বাসনা পূরণের আশায় মন্দির পুজা দিতে চোরাচন্ডি মায়ের কাছে সোনার টিপ, শাড়ী, পাঠা, কবুতর, কলাপাষান সহ ভোগ প্রসাদ নিয়ে আসেন। গতকাল শনিবার (২৮) ডিসেম্বর সকাল ৯ টায় মন্দিরের নিয়োজিত পুরোহিত, বাদ্যকর, যোগারী সহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখতে পায় অফিস-ভান্ডার ঘরের তালা কেটে ঘরের ভিতরের আলমারী ভেঙ্গে চোরেরা সোনার কয়েকটি টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্র সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়। বিষয়টি থানা পুলিশ জানানো হলে পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। থানার এসআই ফেরদৌস হোসেন জানায়, ঘটনার জানার পর মন্দিরে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চোরদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।