নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। রাজশাহীর ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়’ এর সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন)।
এতে স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিতর্ক সংগঠন পেট্রোনাস এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতার অংশগ্রহণ:
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের সেরা ২২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন এবং দেশের বিভিন্ন স্কুল-কলেজের ১৬টি দল ডিসিএন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্কুল-কলেজ পর্যায়ে মুখোমুখি হয় ঢাকার স্বতন্ত্র বিতর্ক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিতর্ক সংগঠন পেট্রোনাস। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মুখোমুখি হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ:
স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিতর্ক সংগঠন পেট্রোনাস এবং রানার্সআপ হয় বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানার্সআপ হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
সেরা বিতার্কিক:
স্কুল-কলেজ পর্যায়ের সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী শিরইল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক ওমায়ের হোসেন। চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) এর বিতার্কিক ইয়াসির আরাফাত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক রেদোয়ান মহোসিন। চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক নূর মোহাম্মদ শুভ।
পুরষ্কার বিতরণী:
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী।
এ সময় ডিসিএন নওগাঁর সভাপতি তানজিম বিন বারির সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসাইন, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সামসুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, ডিসিএন এর সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিতার্কিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।