সেরা তিন শিক্ষার্থী পেল ল্যাপটপ “গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভূমিকা রাখছে ম্যাথ ভিশন” | Daily Chandni Bazar সেরা তিন শিক্ষার্থী পেল ল্যাপটপ “গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভূমিকা রাখছে ম্যাথ ভিশন” | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:৪৬
সেরা তিন শিক্ষার্থী পেল ল্যাপটপ “গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভূমিকা রাখছে ম্যাথ ভিশন”
খবর বিজ্ঞপ্তিঃ

সেরা তিন শিক্ষার্থী পেল ল্যাপটপ “গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভূমিকা রাখছে ম্যাথ ভিশন”

বগুড়ায় শনিবার বিকেলে শহীদ টিটু মিলনায়তনে ম্যাথ ভিশনের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছবি- বিজ্ঞপ্তির, ২৮-১২-২০২৪ খ্রিঃ

 

গণিত ভীতি দূর করে, গণিত কবির নির্ভয়ে স্লোগানে বগুড়ায় ম্যাথ ভিশনের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা তিন শিক্ষার্থীকে উপহার হিসেবে ল্যাপটপ তুলে দেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ম্যাথ ভিশন আয়োজিত নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা:
অনুষ্ঠানে ম্যাথ ভিশনের পরিচালক খন্দকার মোঃ ছনির পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

সরকারি শাহ সুলতান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম,

সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ কবির মিয়া,

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক নুরে আলম রাঙ্গা,

সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান রজিব,

অবসরপ্রাপ্ত অধ্যাপক ছামসুল হক মন্ডল,

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন,

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন।

ম্যাথ ভিশনের ভূমিকা:
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “গণিতে যুক্তির ভয় দূর করতে বগুড়ায় শিক্ষায় ভূমিকা পালন করছে ম্যাথ ভিশন। বগুড়ার সেরা স্কুলগুলোর গণিত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ম্যাথ ভিশনের। প্রতিটি শিক্ষার্থী গণিতের যুক্তিগত বিষয় সহজে বুঝে উঠে না, কিন্তু ম্যাথ ভিশন তা শিক্ষার্থীদের সামনে সহজে উপস্থাপন করে। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় সহজেই পূর্ণ নম্বর অর্জন করছে। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান খোঁজেন, যাতে তারা সঠিকভাবে পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ম্যাথ ভিশন ব্যাপকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।”

পুরস্কার বিতরণী:
নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত ঘোষ, চতুর্থ শ্রেণির তালহা আহমেদ এবং পঞ্চম শ্রেণির তানজীম আহমেদ সেরা শিক্ষার্থী হওয়ায় তাদের হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ তুলে দেয়া হয়। এছাড়াও, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইসলাম এশাকে বাইসাইকেল উপহার দেন অতিথিরা। অনুষ্ঠানে মোট ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, জানান ম্যাথ ভিশনের পরিচালক খন্দকার মোঃ ছনি।