রোগী দেখার ফি ১ টাকা | Daily Chandni Bazar রোগী দেখার ফি ১ টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:৪৮
রোগী দেখার ফি ১ টাকা
মনিরুল ইসলাম, নাটোরঃ

রোগী দেখার ফি ১ টাকা

নাটোর সদর উপজেলার কাফুয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটোর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং "নাটোর স্বার্থ রক্ষা" কমিটির আয়োজনে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১ টাকায় স্বাস্থ্যসেবা:
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে ১ টাকার স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার শাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম শেখ।

সুবিধাবঞ্চিতদের জন্য কার্যক্রম:
নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ এই ক্যাম্পে "১ টাকায় স্বাস্থ্যসেবা" নিতে এসে জানিয়েছেন, শহরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়, কিন্তু এখানে তারা মাত্র ১ টাকায় ডাক্তার দেখাতে পারছেন এবং ঔষধও পেয়েছেন।

ওসমান গনি নামে এক রোগী বলেন, “দীর্ঘদিন ধরে চর্ম রোগের সমস্যায় ভুগছি। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারিনি। কিন্তু এখানে এসে মাত্র ১ টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাবো।”

জেসমিন আক্তার নামে আরেক রোগী বলেন, “শহরে ডাক্তার দেখাতে অনেক টাকা ফি দিতে হয়, কিন্তু আমাদের গ্রামে শহরের ডাক্তার এসে চিকিৎসা সেবা দিয়েছেন। আমি খুব খুশি, কারণ ১ টাকায় চিকিৎসা সেবা নেওয়ার পর ঔষধও দেয়া হয়েছে। এমন স্বাস্থ্যসেবা যদি মাঝে মাঝে করা হয়, তাহলে অসহায় মানুষগুলো সহজেই চিকিৎসা সেবা পাবে।”

সামাজিক গুরুত্ব:
বৃদ্ধ রহিমা বেগম বলেন, “বেশ কিছুদিন যাবৎ পা ব্যাথায় ভূগছি, শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। এই ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়ে অনেক ভালো লাগছে। তারা আমাকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েছেন এবং ডাক্তারকে কোন টাকা দিতে হয়নি।”

চিকিৎসা সেবা প্রদানকারী ডাঃ রাজেশ কুমার শাহা বলেন:
“বিনা পয়সায় চিকিৎসা সেবা নিতে পেরে আমাদেরও ভালো লাগছে। রোগীরাও খুশি হয়েছেন। আশা করি, আরো সামাজিক প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিবে।”

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ বলেন:
“প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজকের ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে কিছু ঔষধ সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে নাটোরের অন্যান্য উপজেলা গুলোতেও এই কর্মসূচী চালু করার পরিকল্পনা রয়েছে।”

নাটোর সিভিল সার্জন ডাঃ মোঃ মোক্তাদির আরেফিন বলেন:
“এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”