নাটোরে পাহারাদারকে বেঁধে রেখে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি | Daily Chandni Bazar নাটোরে পাহারাদারকে বেঁধে রেখে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০১
নাটোরে পাহারাদারকে বেঁধে রেখে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি
নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরে পাহারাদারকে বেঁধে রেখে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি

 নাটোরে রাতের বেলা নিরাপত্তা প্রহরীকে খুঁটিতে বেঁধে রেখে ৩ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগা ফসলি মাঠে এ ঘটনা ঘটে। 
জানা যায়, ঘটনার রাতে মাঠের নিরপত্তা প্রহরীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। 
পরে সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রান্সমিটার চুরির ঘটনা পুলিশ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।