গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০৮
গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা সংবাদদাতাঃ

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে নিহত আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।