বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা | Daily Chandni Bazar বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:১০
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
বড়াইগ্রাম নাটোর সংবাদদাতা

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে মো.মোখলেস হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়। অভিযান পরিচালনা সময়ে সার্বিক সহায়তা করেন বড়াইগ্রাম থানার চৌকস পুলিশ টিম। এসময় ওই অভিযুক্ত ব্যাক্তি জরিমানার টাকা নগদে পরিশোধ করেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।