রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৪
রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার একটি দল ওয়াসিম আলী কিরন (২৮) নামের এই যুবককে গ্রেপ্তার করে।

এ সময় নূর ইসলাম বিষু (৩২) নামের একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া কিরন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার আবু বাক্কারের ছেলে।
আরএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। অন্যজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, তারা দু'জন ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক আসামি নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কিরনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।