বগুড়ার ধুনট উপজেলার একটি সরকারি জলমহালের পাহারা ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে ঘরে রক্ষিত মাছ ধরার জাল, মাছের খাদ্য, এবং অ্যারোটার মেশিনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনাটি রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ঘটেছে। ওই জলমহালের পক্ষে মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মৃত মোকবেল হোসেনের ছেলে এবং ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আশাদুল ইসলাম ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পূর্ববর্তী সংঘর্ষের সূত্র:
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মথুরাপুরের শহীদ মিনারে ফুল দেওয়া কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ধুনট থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়।
একটি মামলায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকসহ ২০ জনকে আসামি করে বিএনপি নেতা আশাদুল ইসলাম বাদী হন। অন্যদিকে, আল আমিন নামে এক ব্যক্তি আওয়ামী লীগের পক্ষ থেকে আশাদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
জলমহালে হামলা ও অগ্নিকাণ্ড:
বিএনপি নেতা আশাদুল ইসলাম অভিযোগ করেন, মামলা করার পরই তাকে হত্যার উদ্দেশ্যে জলমহালে হামলা চালানো হয়। তবে তিনি ওই সময় নৌকায় জলাশয়ের মাঝখানে থাকায় প্রাণে রক্ষা পান।
এর দুই দিন পর দুর্বৃত্তরা রাতে পাহারা ঘরে আগুন লাগিয়ে দেন। আগুনে ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। আশাদুল ইসলাম জানান, এই ঘটনায় তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুলিশের পদক্ষেপ:
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পক্ষ দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে।