অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত | Daily Chandni Bazar অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ০১:১০
অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন। -ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

কারণ ও প্রেক্ষাপট:
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এই সিদ্ধান্তের পেছনে প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দুটি মামলা। এসব মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছিলেন।

বিষয়টি প্রকাশ:
প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার আগেই তা ফাঁস হয়ে যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতোমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাহাঙ্গীর আরিফের বক্তব্য:
জিজ্ঞাসাবাদে পরিদর্শক জাহাঙ্গীর আরিফ দাবি করেন যে তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন।

এই ঘটনা পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।