বগুড়ার আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে মামলা | Daily Chandni Bazar বগুড়ার আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:৫৮
বগুড়ার আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে মামলা
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

বগুড়ার আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার আদমদীঘিতে ভয় দেখিয়ে প্রতিবেশি প্রবাসী চাচার স্ত্রী (৩৪) কে ধর্ষণের অভিযোগে ভাতিজা ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিন (৩৬) এর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে আদমদীঘি থানায় ধর্ষণের শিকার ওই প্রবাসির স্ত্রী বাদি হয়ে এই ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত আসামী আব্দুস সবুর তুহিন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের গোলাম মোস্তফা ওরফে দিলবর রহমানের ছেলে। 


মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় ৪ বছর আগে চাকুরির সুবাদে সৌদি আরবে যান। আনোয়ার হোসেন প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশি ভাতিজা ও ছাত্রলীগের সাবেক নেতা আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকান্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি-ধামকি দেয়। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়ন ঘরে ঢুকে তাকে চাকুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গত ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।


এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, “ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।”