নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লাকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে উপজেলা সদরের দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ। আব্দুল বারী মোল্লা দাউদপুর গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে। তিনি রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ-বিস্ফোরক মামলায় আব্দুল বারী মোল্লা তদন্তপ্রাপ্ত আসামি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগষ্ট এক বিএনপি নেতা বাদী হয়ে এজাহার নামীয় ৫৬ জন ও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।