জয়পুরহাটে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সংগঠনিক আলোচনা সভা | Daily Chandni Bazar জয়পুরহাটে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সংগঠনিক আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪ ০১:৫০
জয়পুরহাটে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সংগঠনিক আলোচনা সভা
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সংগঠনিক আলোচনা সভা

জয়পুরহাটে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
গতকাল রবিবার রাতে জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৫ উপলক্ষে  উপজেলা ভিত্তিক আক্কেলপুর  উপজেলার জামালগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
আলোচনা সভায় আক্কেলপুর উপজেলার সভাপতি নূরে আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এম হাবিবুর রহমান সিদ্দিকী। 
 
প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মুফতি  মাওলানা হাফেজ কাউসার আহম্মেদ চাঁদপুরি,
বিশেষ অতিথি ছিলেন, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সংগঠনিক সম্পাদক আবু শরীফ। 
 
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ  ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। 
 
জেলা মহিলা ফ্রন্টের অসাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস টপি, সংগঠনিক সম্পাদিকা নাজমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা নাইস, ছাত্রী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদিকা ফাহমিদা হুসাইন  ও হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি টুটুল কুমার ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী - পুরুষ নেতাকর্মীরাদের আগমন ঘটে আলোচনা সভায়।