রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া: প্রেস সচিব | Daily Chandni Bazar রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া: প্রেস সচিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৫ ২৩:৫৬
রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজনৈতিক আলোচনা ও ঘোষণাপত্র প্রণয়ন
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। ঘোষণাপত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু হলেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রগতি
প্রেস সচিব বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের দাবি উঠেছিল। আমরা কাজ করছি এবং শিগগিরই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে।”

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি তার বাবার খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করেছিলেন। আমরাও দ্বিগুণ প্রচেষ্টা চালিয়ে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করব।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার অপরাধ এবং তার শাসনামলের অনাচার সম্পর্কে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে তাকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।”

গুম কমিশন ও বিচার প্রক্রিয়া
গুমের বিষয়ে তদন্ত ও সঠিক তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে প্রেস সচিব বলেন, “গুম কমিশন ভালো কাজ করছে। সাংবাদিকদের জন্য আয়নাঘরে পরিদর্শনের সুযোগ দেওয়া হবে, যাতে তারা দেখেন হাসিনার শাসনামলে কী ভয়াবহভাবে গুম করা হত।”

সাংবাদিক হত্যাকাণ্ড ও তদন্ত
সরকার পতন আন্দোলনে নিহত ছয় সাংবাদিক এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হচ্ছে বলে জানান তিনি। “পিবিআই কাজ করছে, এবং অতীতের সময় ক্ষতিপূরণ করতে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”

গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্রীয় গণমাধ্যমের ভূমিকা
বিটিভি এবং বাসসের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “গত পাঁচ মাসে গণমাধ্যম স্বাধীনতার দিক থেকে নতুন নজির স্থাপন করেছে। আমরা আশা করি, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করে দেশের সঠিক চিত্র তুলে ধরবে।”

জুলাই ঘোষণাপত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নকে কেন্দ্র করে জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। “এই ঘোষণাপত্র জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,” বলেন প্রেস সচিব।