বগুড়ায় অস্ত্রসহ তিন সহযোগীসহ কালাম বাহিনীর প্রধান গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় অস্ত্রসহ তিন সহযোগীসহ কালাম বাহিনীর প্রধান গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২৫ ২৩:৪১
বগুড়ায় অস্ত্রসহ তিন সহযোগীসহ কালাম বাহিনীর প্রধান গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

বগুড়ায় অস্ত্রসহ তিন সহযোগীসহ কালাম বাহিনীর প্রধান গ্রেফতার

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত কালাম ও তার সহযোগীরা। সামনে দেশী অস্ত্র। ছবি- সংবাদদাতা, ০৬-০১-২০২৫

  দুপচাঁচিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কালাম বাহিনীর প্রধান আবু কালাম আজাদ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের বাড়িতে তল্লাসী করে একটি দেশীয় তৈরী পিস্তল সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি তালুচ পশ্চিমপাড়া গ্রামের জমির প্রামানিকের ছেলে আবু কালাম আজাদ(৫৫), তার ভাই আব্দুর রহিম(৪১), তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন আলী(৪২) ও মৃত কফিল উদ্দিনের ছেলে বাবলু(৫০)। গত ৬জানুয়ারি সোমবার ভোর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কালাম বাহিনীর প্রধান সহ অপর তিন সহযোগীতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, ৬টি চাপাতি, ৩টি হাসুয়া, ৯টি দা, ২টি বল্লম, ১১টি দেশীয় চাকু ও নগদ ৭লাখ ৭০হাজার টাকা সহ মাদকের কিছু আলামত উদ্ধার করে জব্দ করে।  
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম যৌথ বাহিনী কর্তৃক কালাম ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র নগদ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালামের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।