সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে আটজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানের বিবরণ
আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ৮ জানুয়ারি সেনাবাহিনী বগুড়া সদর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বেশ কয়েকটি প্রিন্টিং দোকান থেকে আটজনকে আটক করা হয়। অভিযানের সময় ভুয়া সামরিক পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার, স্ক্যানার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তি
আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুয়া সামরিক আইডি কার্ড তৈরির অপরাধে জড়িত ছিল। তারা এই অপরাধের কথা স্বীকারও করেছে।
আইএসপিআরের সতর্কতা
আইএসপিআর জানিয়েছে, যেকোনো পরিচয়পত্র বা আইডি কার্ড জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ধরনের অপরাধ দমন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।