ঢাকাস্থ রুশ হাউসে আন্তন চেখভের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar ঢাকাস্থ রুশ হাউসে আন্তন চেখভের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ ১৮:২৯
ঢাকাস্থ রুশ হাউসে আন্তন চেখভের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
সঞ্জু রায়:

ঢাকাস্থ রুশ হাউসে আন্তন চেখভের
১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আন্তন চেখভের জন্মের ১৬৫তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব সাহিত্যে চেখভের গভীর অবদানকে সম্মান জানাতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। আয়োজনে মনোমুগ্ধকর সাহিত্য অনুষ্ঠান মুগ্ধ করে অংশগ্রহণকারী সকলকে। আয়োজনের শুরুতে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল এ. দভোইচেনকভের তার স্বাগত বক্তব্যে চেখভের জীবন ও সাহিত্যিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সন্ধ্যায় রাশিয়ান হাউসে রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীদের দ্বারা মনোমুগ্ধকর উপস্থাপনা এবং পরিবেশনার একটি সিরিজ অনুষ্ঠিত হয়। সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট প্রাক্তন ছাত্র চেখভের মর্মস্পর্শী রচনা (শেষ বিদায়) এর একটি বিশেষ আবৃত্তি করেন। অনুষ্ঠানটি শেষ হয় রুশ ভাষা প্রশিক্ষক ওলগা রায়ের নির্দেশনায় রুশ ভাষার শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত চেখভের ছোট গল্প "ফ্যাট অ্যান্ড থিন এর একটি নাটকীয় পাঠের মাধ্যমে। শ্রোতারা এই অনুষ্ঠানের পরিবেশনায় গভীরভাবে মুগ্ধ হয়। উল্লেখ্য, চেখভের অসাধারণ গল্প বলা, মানব প্রকৃতির অন্বেষণ এবং বিশ্ব সাহিত্যে তাঁর স্থায়ী প্রভাবের জন্য নতুনভাবে প্রশংসা অর্জন করেছিল।