বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর আমরণ অনশনের প্রস্তুতি, পথিমধ্যেই বিষপান | Daily Chandni Bazar বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর আমরণ অনশনের প্রস্তুতি, পথিমধ্যেই বিষপান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫ ০২:০৫
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর আমরণ অনশনের প্রস্তুতি, পথিমধ্যেই বিষপান
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর আমরণ অনশনের প্রস্তুতি, পথিমধ্যেই বিষপান

বিষপানের প্রতীকী ছবি।

বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের বিয়ে করেও স্বামীর স্বীকৃতি না পেয়ে বিষপান করেছেন সুমা আকতার (২৩) নামে এক তরুণী। সংসার ফিরে পেতে আমরণ অনশনের প্রস্তুতির আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে সুমা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পেছনের কাহিনি

প্রেম ও বিয়ে: সুমার সঙ্গে একই গ্রামের গার্মেন্টস কর্মী সাগর মিয়ার (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা ঢাকায় নোটারি পাবলিকের মাধ্যমে এবং কাজি অফিসে রেজিস্ট্রি করে বিয়ে করেন।

প্রতারণা: সাগর তাকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে জোর করে তালাকনামায় স্বাক্ষর নেন। এরপর তিনি সুমাকে হত্যার হুমকি দিয়ে ত্যাগ করেন।

পরিস্থিতি: অসহায় হয়ে সুমা নিজের গ্রামে ফিরে আসেন এবং সংসার ফিরে পেতে সাগরের বাড়িতে আমরণ অনশনের প্রস্তুতি নেন।

বিষপান ও বর্তমান অবস্থা

রোববার দুপুরে সুমা বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ ও প্রতিক্রিয়া

সুমার বড় ভাই সুজন মিয়া অভিযোগ করেন, সাগর তাদের বোনকে বিয়ে করে পরে প্রতারণা করেছেন। তিনি সাগরের গ্রেফতার এবং শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত সাগরের প্রতিক্রিয়া

সাগর সাংবাদিকদের কাছে সুমাকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও সুমার পরিবারের সঙ্গে টালবাহানা করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন, যেহেতু বিয়ে ও তালাকের ঘটনা ঢাকায় ঘটেছে, তাই তদন্ত জটিল। তবে মেয়ের নিরাপত্তার স্বার্থে অভিযোগ গ্রহণ করা হয়েছে, এবং বিষপানের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক প্রতিক্রিয়া

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুমার প্রতি ন্যায়বিচার এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

এই ঘটনায় সুমার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।