বগুড়া শজিমেকে ১৫ দিন ধরে পড়ে আছে বেওয়ারিশ লাশ | Daily Chandni Bazar বগুড়া শজিমেকে ১৫ দিন ধরে পড়ে আছে বেওয়ারিশ লাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫ ২৩:৪৮
বগুড়া শজিমেকে ১৫ দিন ধরে পড়ে আছে বেওয়ারিশ লাশ
নিজস্ব প্রতিবেদক

বগুড়া শজিমেকে ১৫ দিন ধরে পড়ে আছে বেওয়ারিশ লাশ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রায় ১৫ দিন ধরে অজ্ঞাতনামা এক মৃত ব্যক্তির (৫০) লাশ পড়ে রয়েছে। এখনো তার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান মেলেনি বলে লাশটি মর্গে রাখা আছে।

বগুড়া সদর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (নং: ১৬৯/২৪) দায়ের করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিকেল ৩টার দিকে বগুড়া রেল স্টেশন মসজিদের সামনে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে এসআই দুলাল হোসেন জানান, "প্রায় ১৫ দিন আগে লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কিন্তু এখনো তার নাম-পরিচয় বা স্বজনদের খোঁজ মেলেনি। ফলে লাশটি হস্তান্তর বা দাফন করা সম্ভব হয়নি।"

যদি কেউ মৃত ব্যক্তির কোনো তথ্য বা পরিচয় জানতে পারেন, তাহলে বগুড়া সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।