জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট | Daily Chandni Bazar জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫ ২৩:৩৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা এবং শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রাখায় সকাল থেকেই শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা কেউই ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনের জন্য অন-ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া তৃতীয় ব্যাচের অনার্স ভর্তির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, শিক্ষামন্ত্রণালয় থেকে ইস্যুকৃত শিক্ষার্থীদের স্বার্থবিরোধী চিঠি প্রত্যাহারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য অবিলম্বে সুস্পষ্ট ঘোষণা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।