রাজশাহীতে ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত | Daily Chandni Bazar রাজশাহীতে ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫ ০০:১৩
রাজশাহীতে ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত

রাজশাহীতে মতবিনিময় শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় রাজশাহীর পবায় যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পবার রামচন্দ্রপুর বাজার এলাকায়। নিহত যুবদলকর্মী হলেন দুর্গাপুরের হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪৫)। এ ঘটনায় আরও একজন যুবদলকর্মী আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৬) আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দু'জনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে শাজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে। সভা শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও শফিকুল দুর্ঘটনার শিকার হন। এতে শাহজাহান আলী মারা যান।