বগুড়ার শেরপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar বগুড়ার শেরপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫ ০০:১৭
বগুড়ার শেরপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
উপজেলা সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ

বগুড়ার শেরপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে।


মেলার অন্যতম উদ্ভবন, শেরউড ইন্টঃ প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা প্রদর্শন করেন, 'কৃষি দর্পণ' ৩৬০ নামের এক নতুন মডেল । এতে কৃষকরা কিভাবে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে সারা বছর কৃত্রিমভাবে স্বল্প খরচে অধিক ফসল উৎপাদন, ডিজিটাল ডিভাইস ব্যাবহার করে রোগ শনাক্ত ও নির্মূল করতে পারবে তা দেখানো হয়েছে । তারা স্টল জুনিয়র গ্রুপের ১ম স্থানের পুরুস্কার অর্জন করেন।

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মর্কর্তা মোঃ আশিক খান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজ্রুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, পল্লী উন্নায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অধাক্ষ্য মোখলেছুর রহমানসহ প্রমুখ।

দুইদিন ব্যাপী এ মেলায় উপজেলার ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।

 
পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মর্কর্তা মোঃ আশিক খান ও এস এম রেজাউল করিম ,সহকারী কমিশনার (ভূমি) । এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।