জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা | Daily Chandni Bazar জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫ ০০:৩০
জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। ফাইল ছবি। সূত্র: somoynews.tv

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাধার মুখে বিএসএফ তাদের নির্মাণ কাজ বন্ধ রেখেছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন:
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে কমপক্ষে ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে। কিন্তু আজ (২১ জানুয়ারি) ভোরে বিএসএফ শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ দূরে বেড়া নির্মাণের চেষ্টা করে।

বিজিবির দ্রুত পদক্ষেপ:
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের বেড়া নির্মাণে বাধা দেয়। এরপর বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ স্থগিত করে চলে যান।

পতাকা বৈঠকের আহ্বান:
বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আজ বিকেল ৩টায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেছেন, এ বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের উদ্বেগ:
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় একজন বাসিন্দা বকুল হোসেন বলেন, “ভোরে ঘন কুয়াশার মধ্যে বিএসএফ বেড়া নির্মাণ করছিল। আমরা বিষয়টি জানতে পেরে বিজিবিকে জানাই, যারা এসে কাজ বন্ধ করে দেয়।”

পরিস্থিতি শান্ত:
বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলবে।

সার্বিক প্রতিক্রিয়া:
বিজিবির দ্রুত হস্তক্ষেপের কারণে সীমান্তে উত্তেজনা বাড়েনি। পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।