বগুড়ায় যুবদলের জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন | Daily Chandni Bazar বগুড়ায় যুবদলের জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩৭
বগুড়ায় যুবদলের জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
সঞ্জু রায়:

বগুড়ায় যুবদলের জেলা এবং 
শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা যুবদলের নির্বাহী কমিটির অনুমোদনের কথা জানান। সদ্য প্রকাশ করা পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে ইতিপূর্বে ঘোষিত জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হাসানকে বহাল রাখা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল ইসলাম সোহেল জানান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বগুড়া জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। ওই একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জাতীয়তাবাদী যুবদলের বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট বগুড়া শহর কমিটির অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির মতো শহর কমিটিরও ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে। গত বছর ৩ সেপ্টেম্বর যুবদলের জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হয়। এর ১০ দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবু হাসানকে সাধারণ সম্পাদক করে সংগঠটির ২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ওই একই দিন আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলেরও ২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আর সেই কমিটি ঘোষণা দেয়ার পর এই প্রথম এত দ্রুত বগুড়ায় যুবদলের দুটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হলো। বগুড়া জেলা যুবদলের কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে আতাউর রহমান শম্ভু, ফারুকে আযম, রেজাউল করিম লাবু, ফেরদৌস আজম সুমন, অ্যাড. এনামুল হক পান্না, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান, তাজমিনুল ইসলাম বিচিত্র ও ফিরোজ ওয়াহেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে- শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, নাহিদুর রহমান নাহিদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান। সহ-সাধারণ সম্পাদক পদে- জাকির হোসেন রাকিব, মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান ছনি, আনিসুল হক। সাংগঠনিক সম্পাদক পদে-হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোসলেম উদ্দীন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহররম হাসান টফিন, মায়শুকুর রহমান, আহসান হাবীব সেলিম ও মিজানুর রহমান মোনো। প্রচার সম্পাদক পদে- রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক পদে এস এম আমানুর রহমান রিপন। দপ্তর সম্পাদক পদে- সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক পদে- এমআর মিনহাজুল ইসলাম তুহিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে- সুজাউল ইসলাম সুমন, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে- আবু জাফর, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আল আমিন শানু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে রেজওয়ানুল হক রুপম, কোষাধ্যক্ষ পদে- বাদশা সোহাগ, সহ-কোষাধ্যক্ষ পদে- আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক- অ্যাড. আশাবুদজ্জামান আসিফ, সহ-আইন বিষয়ক সম্পাদক- মাহমুদুল হাসান জিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রাশেদুল হক এরিঞ্জ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-কামাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক- শফিউল ইসলাম হেলাল, সহ-কৃষি বিষয়ক সম্পাদক- মওদুদ সওদাগর সন্তু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মাহাতাব, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাফি বিন আহাদ আমান, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক- সোহাগ মাহমুদ, শিল্প বিষয়ক সম্পাদক আল আমিন রাসেল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আবু নাছের, যোগাযোগ বিষয়ক সম্পাদক- ফরিদ আহম্মেদ মুন, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক লিটন মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন সরকার, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রেদওয়ানুল হক হৃদয়, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপুল, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াজেদ করণী আকাশ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফজলে এলাহী সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- আশরাফুল আলম আপেল, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হাসান, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল বারী লিটন, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আল রাজিব, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নিউটন কে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ফয়সাল ইসলাম, সহ-তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনছান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমিন ও সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে মাসুদ রানা কে দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাহী কমিটিতে সদস্য পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- সাব্বির হোসেন, আসাদুল ইসলাম আসাদ, মোহিন মিজান, শাহিনুর ইসলাম, কামরুল হাসান ঝিনুক, মিজানুর রহমান তালুকদার, নজিবুর রহমান সজিব, রনি, ফিরোজ আলম বাবলা, ইব্রাহিম হোসেন সাজু, দেলোয়ার হোসেন, আব্দুল আলীম শাওন, সুমন সিহাব, রিয়াদ শাহরিয়ার, এসএমকে আশিক রহমান, মেহেদী হাসান, আরিফুর রহমান তালাশ, সজল হোসাইন রহমত, রাকিবুল হাসান রাব্বি, হামিদুল হাসান হিমেল, সাইফুল ইসলাম ও শাহজালাল মাহমুদ চপল। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও হাসিনামুক্ত বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা যুবদলকে পরিচালনা করবেন এবং বগুড়া যুবদলকে সারাদেশে মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।