ঢাকায় রুশ কবি পুশকিন স্মরণ দিবস পালন করলো রাশিয়ান হাউজ | Daily Chandni Bazar ঢাকায় রুশ কবি পুশকিন স্মরণ দিবস পালন করলো রাশিয়ান হাউজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:২১
ঢাকায় রুশ কবি পুশকিন স্মরণ দিবস পালন করলো রাশিয়ান হাউজ
সঞ্জু রায়:

ঢাকায় রুশ কবি পুশকিন স্মরণ 
দিবস পালন করলো রাশিয়ান হাউজ

ঢাকাস্থ রাশিয়ান হাউস রবিবার মহান রুশ কবি আলেকজান্ডার সের্গেইয়েভিচ পুশকিনের স্মরণ দিবসকে উৎসর্গ করে একটি সাহিত্য ও কাব্যিক সন্ধ্যার আয়োজন করে। রাশিয়ার ইতিহাস ও সংস্কৃতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি প্রতি বছর বাংলাদেশে রোশসোত্রুদনিচেস্তভো প্রতিনিধি কার্যালয় কর্তৃক শিক্ষার্থী, তরুণ, রুশ বিশ্ববিদ্যালয় সমূহের ডিগ্রিধারী এবং রুশ ভাষা ও সাহিত্যের শিক্ষকদের অংশগ্রহণে পালন করা হয়। অনুষ্ঠানে রুশ ভাষার কোর্সের শিক্ষার্থীরা পুশকিনের কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে রয়েছে "বসন্ত”, ”ভালোবাসার সময়”, “তুমি ও আপনি”, “শীতের সকাল” এবং “যদি জীবন তোমাকে ধোঁকা দেয়”। অংশগ্রহণকারীরা কবির জীবন ও কর্মের প্রতি নিবেদিত উপস্থাপনাও পরিবেশন করেছিলেন। শ্রোতাদের বিশেষ মনোযোগ কেঁড়েছে তাঁর বিখ্যাত কবিতা "আমি তোমায় ভালোবেসেছি: এখনো ভালোবাসি, হয়তো"। পুশকিনের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নাট্য পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যা চলতে থাকে। উল্লেখ্য, আলেকজান্ডার পুশকিন যিনি তাঁর সংক্ষিপ্ত জীবনে অসংখ্য সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন। এছাড়াও তাঁর রচনাগুলি কেবল রাশিয়ান নয়, বিশ্ব সংস্কৃতিরও একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তাঁর রচনাগুলি স্কুল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং নতুন প্রজন্মের পাঠকদের অনুপ্রাণিত করে চলেছে। তিনি শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ রুশ কবিই নন, রুশ ভাষার সংস্কারক এবং আধুনিক রুশ সাহিত্যের প্রতিষ্ঠাতা। তাঁর উত্তরাধিকার জাতির মধ্যে সাংস্কৃতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে যা পারস্পরিক বোঝাপড়া ও বিদেশে রুশ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করে।