শহীদ দিবসে বগুড়া জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন | Daily Chandni Bazar শহীদ দিবসে বগুড়া জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ২৩:৪৫
শহীদ দিবসে বগুড়া জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
নিজস্ব প্রতিবেদক

শহীদ দিবসে বগুড়া জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, হিরা, শাকিল, সেলিম, মুন্না, আকিব, অর্ণব, ফাহাদ, মারফি, সনি, সোহাগ, মিরাজ, সাকিব, শাহাদত, জাকিরুল, সাব্বির, পুজ্জ, মেরাজুল প্রমুখ নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে নেতারা ভাষার মাসে সকলকে একযোগে জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার অধিকার এবং মাতৃভাষার গুরুত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন।