বগুড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য জনসংযোগ | Daily Chandni Bazar বগুড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য জনসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:৫৭
বগুড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য জনসংযোগ
সঞ্জু রায়:

বগুড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর
কর্মসংস্থানের জন্য জনসংযোগ

বগুড়ায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগকল্পে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস.এম ইমদাদুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান। সেমিনারে তিনি তার উপস্থাপনায় বগুড়া থেকে বিগত কয়েক বছরে অভিবাসী কর্মী প্রেরণের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অভিবাসীর ঘামের টাকায় সচল থাকে দেশের চাকা তাই রেমিট্যান্স অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশে দক্ষ কর্মী প্রেরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সকলকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। অটোমেটেড প্রোডাকশন নির্ভর হয়ে পড়ায় বিভিন্ন কোম্পানিতে অফশোরিং এর পরিবর্তে রিশোরিং শুরু হয়েছে। তাই অদক্ষ কর্মী প্রেরণের সুযোগ আর থাকবে না তাই দক্ষতা উন্নয়ন জরুরী। দক্ষতা না থাকলে শুধু বিদেশে নয় দেশের শ্রম বাজারেও কোন কর্ম মিলবে না। এ লক্ষ্যে টিটিসিসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে বিনামূল্যে এবং স্বল্পমূল্যে নানা প্রশিক্ষণ কার্যক্রম যা গ্রহণ করে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও অভিবাসী কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুড়া থেকে অভিবাসী হয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৯৩ জন মানুষ আর ২০২৪ সালে অভিবাসী হয়েছেন ১৭ হাজার ৯৪২ জন। যে পরিসংখ্যানে এগিয়ে জেলার শিবগঞ্জ উপজেলা আর অভিবাসনে ১২টি উপজেলার মাঝে সবচেয়ে পিছিয়ে আছে শাহজাহানপুর উপজলা। বৈদেশিক অভিবাসনের ক্ষেত্রে বগুড়া জেলার অবস্থান ২০২৪ সালের পরিসংখ্যানে সারাদেশের মাঝে ১৮ তম হলেও রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার মাঝে বগুড়ার অবস্থান ১ম। সংশ্লিষ্টদের প্রত্যাশা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীতে অভিবাসীর এই পরিসংখ্যান আরো বৃদ্ধি পাবে।