
পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের মেঝেতে রক্ত ছিটিয়ে তিন সন্তানের জননী আঁখি আক্তার (৩০) নিখোঁজ হওয়ার চার দিন পর অবশেষে তাকে উদ্ধার করেছে পুলিশ। আঁখিকে উদ্ধার করা হয় তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২)-এর সঙ্গে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কলাপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
এর আগে গত মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে আঁখি গোপনে তার সঙ্গে পালিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রক্তমাখা মেঝে এবং গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ আনা হয়।
পরদিন গৃহবধূ আঁখির পিতা আলমগীর হাওলাদার কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আঁখির স্বামী আলমগীর হোসেনসহ শ্বশুরবাড়ির ৯ জনকে অভিযুক্ত করা হয়। পুলিশ ওই মামলায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
গৃহবধূ আঁখি ও তার প্রেমিক হাসানকে থানায় আনার পর, তাদের ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে শত শত মানুষ থানা প্রাঙ্গণে ভিড় করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, “রবিবার (৬ এপ্রিল) সকালে অভিযুক্ত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।”