বগুড়ায় তৌহিদি জনতার মিছিল থেকে বাটার শো-রুমে হামলা ও ভাঙচুর | Daily Chandni Bazar বগুড়ায় তৌহিদি জনতার মিছিল থেকে বাটার শো-রুমে হামলা ও ভাঙচুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৫ ০২:১৫
বগুড়ায় তৌহিদি জনতার মিছিল থেকে বাটার শো-রুমে হামলা ও ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় তৌহিদি জনতার মিছিল থেকে বাটার শো-রুমে হামলা ও ভাঙচুর

বগুড়ার শহরের সাতমাথায় ইসরাইল বিরোধী পণ্যের স্লোগানে বাটা শো রুমে ভাংচুর করা হয়। ছবি- চাঁদনী বাজার, ৭-৪-২০২৫ খ্রিঃ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত বাটার শো-রুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে বিক্ষোভকারীরা ওই শো-রুমে ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দিতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে এ ভাঙচুর। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। যদিও ঘটনাস্থলের আশপাশে পুলিশ অবস্থান করছিল, বিপুল জনসমাগমের কারণে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল। তবে কারা ইট-পাটকেল ছুড়েছে, তা শনাক্ত করা যায়নি। এতে বাটার দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

সকাল থেকেই বগুড়ার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সাতমাথা জিরো পয়েন্টে জড়ো হন। তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানান। মিছিল ও প্রতিবাদ সমাবেশের কারণে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় বাটার শো-রুমটি বন্ধ রাখা হয়। তবে প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।